৬ অন্তঃসত্ত্বা প্রেমিকা নিয়ে বন্ধুর বিয়েতে, ফাঁস করলেন গোপন রহস্য (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ নভেম্বর ২০২০, ২০:১২
বিতর্ক ঘিরে থাকে তাকে। নাইজেরিয়ার প্রিটি মাইককে ঘিরে আরো একটা বিতর্ক। বন্ধুর বিয়েতে ৬ অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে হাজির হলেন মাইক। সকলেই অন্তঃসত্ত্বা। মাইকের দাবি, ৬ নারীর সন্তানের বাবা তিনিই।
ইনস্টাগ্রামে মাইক দাবি করেছেন, এই ৬ জনের সন্তানের বাবাই তিনি। তার মন্তব্য, এটা কোনো কৌশল নয়। বরং জীবন উপভোগ করছেন।
কী করে ৬ জন একসঙ্গে অন্তঃসত্ত্বা হন? সে প্রশ্ন উঠছে। একটি রিপোর্টের দাবি, গতবছর ওই ৬ জনকে বিয়ে করেছিলেন প্রিটি মাইক।
নাইজেরিয়ার লাগোসে নাইট ক্লাব চালান প্রিটি মাইক। বিলাসিতায় দিন কাটে তার। নাইজেরিয়ান প্লে বয় হিসেবে খ্যাতি রয়েছে তার।
এর আগে নারীদের চেন দিয়ে বেঁধে প্যারেড করিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন মাইক। ডগ চেন দিয়ে নারীদের বেঁধে একাধিকবার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছেন।
View this post on Instagram
সূত্র : জিনিউজ